আপনি কি SEO শিখতে চান ? এসইও টিউটোরিয়াল (পর্ব-৭) [ Anchor text ]

আপনি কি SEO [ Anchor text ] শিখতে চান ? তাহলে এই টিউনটি ভালভাবে পড়ুন


আসসালামুআলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ রহমতে সবাই ভালই আছেন। আজ আপনাদের মাঝে SEO টিউটোরিয়াল(পর্ব-)[Anchor text] নিয়ে হাজির হয়েছি, সেই সাথে আমি আপনাদেরকে এমন ভাবে শেখানোর চেষ্টা করবো যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন এবং নিজের ওয়েব সাইট, ব্লগসাইটকে একটি লেভেলে আনতে পারেন। আমি আশা করছি শেষ পর্যন্ত আপনাদেরকে আমার সাথে পাবো। কথা অনেক হলো এবার কাজের কথায় আসি-

tunerdesk.blogspot.com
Anchor text:  এক কথাই হচ্ছে যে, যে লেখায় ক্লিক করলে নতুন আরেকটি পেজে যেতে সক্ষম হয় আর এই anchor text এমন keyword/title দেওয়া উচিত যেন সকল ভিজিটররা এবং সার্চ ইঞ্জিন বুঝতে পারে যে, এই লিংকে যদি কেউ ক্লিক করে অন্য যে পেজে যাবে সেই পেজে কি ধরনের content/article আছে 


যেমন ধরেন এখানে Anchor text এর সহায়তায় লেখা হলো-
Previous Page অন্যটি Next Page তাতে ভিজিটররা এবং সার্চ ইঞ্জিন সহজেই বুঝতে পারবে এটার অর্থ্য কি আর যদি Fore more এখানে ক্লিক করুন, এই জাতীয় লেখার ওপর anchor text বসাইলে ভিজিটররাও বুঝতে পারেনা এবং সার্চ ইঞ্জিন ধরতে পারেনা যে Next Page কি আছে মোট কথা এই পদ্ধতিতে কাজ করলে কোনরূপ SEO friendly হয় না আর আগের মতো keyword +Content মিল রেখে তার উপর Anchor text করলে সবাই বুঝতে পারবে সার্চ ইঞ্জিন ধরতে পারবে এই পদ্ধতিতে করলে SEO friendly হয় ফলে এই সাইটের দ্রুত সম্প্রচার হয় তাই Anchor text এর গুরত্ব প্রয়োজন অপরিসীম

এছাড়াও anchor text এর সাহায্যে do-follow link-buildingdo-follow back-linking তৈরী করা হয়, যেমন- do-follow blog comment, forum post, forum signature ইত্যাদি করা হয়. do-follow blog comment, forum post, forum signature, backing কেমন করে করতে হয়, তা আমি অন্য এসইও টিউটোরিয়াল এ দেখাবো

আজ এই পর্যন্তই, আশাকরি সবাই বুঝতে পারছেন তারপরেও বুঝতে অসুবিধা হলে এখানে ক্লিক Facebook like page যোগাযোগ করবেন আর সম্ভব হলে কমেন্ট করতে ভুলবেন না


বি:দ্র: এসইও টিউটোরিয়াল (পর্ব-)পড়ুন