আমি মোঃ রবিউল ইসলাম, ব্লগিং এর সাথে জড়িয়ে আছি সেই ২০১০ সাল থেকে। গত পাচঁ বছরে বাংলাদেশের বিভিন্ন ব্লগ সহ বিদেশী বিভিন্ন ব্লগেও লেখা লেখি করি। টেকনোলজি আমার ধ্যান, জ্ঞান, নেশা, পেশা। তাই টেকনোলজি নিয়ে নিয়মিত লিখে যাই। কাজের অবসরে মাঝে মধ্যে একটু আধটু ছবি তোলার চেষ্টা করি। ছবি তোলার থেকে ছবি নিয়ে পড়তে বেশী স্বছন্দ বোধ করি। আর তাই মাঝে মধ্যে ফটোগ্রাফী নিয়ে লিখি।