“আসসালামু আলাইকুম”
সুপ্রিয় পাঠকবৃন্দ সবাইকে জানাই শুভেচ্ছা।
আমরা বাংলাদেশে খুব কম মানুষই কিনে সফটওয়্যার
ব্যাবহার করি অর্থাৎ অরিজিনাল সিডি কিনে ব্যাবহার
করি।যারা বিভিন্ন ভাবে ডাওনলোড করে সফটওয়্যার
চালাই তাদের বড় সমস্যা হল সিরিয়াল কী! কারন সব
সফটওয়্যারই ৩০ দিনের জন্য
ফ্রি দিয়ে থাকে নির্মাতা প্রতিষ্ঠানগুলো এই ৩০ দিন ইউস
করতে পারলেও এর আকর্ষণীয় ফিচার ইউস করা সম্ভব
হয়না। আজ আমি আপনাদের এই সমস্যা থেকে উত্তরনের
একটি উপায় বল্ব যাতে আপনি যেকোন সফটওয়্যার সিরিয়াল
কী ব্যাবহারের মাধ্যমে দীর্ঘদিন ব্যাবহার
করতে পারবেন।
কিভাবে করবেনঃ
এটা করার জন্য আপনি সরাসরি
google.com
এ যান
তারপর সার্চ বক্সে আপনার প্রয়োজনীয় সফটওয়্যারটির
নাম লিখুন অর্থাৎ যে সফটওয়্যার এর সিরিয়াল কী খুজছেন
তার নাম দিন ও সাথে লিখুন 94FBR.
এখন সার্চ দিন দেখুন আপনার দরকারি সিরিয়াল
কি আপনার সামনে হাজির….
উদাহারনঃ আমি খুজছি ফটোশপ এর সিরিয়াল কী এই জন্য
লিখব- “photoshop 7” 94FBR
আজ এই পর্যন্তই আপনি অবশ্যই ট্রাই করুন ও জানান কোন
সফটওয়্যার এর সিরিয়াল কী আনলেন।
বিদায় সবাই ভাল থাকুন সুস্থ থাকুন…
ভাল কাটুক,সুখ শান্তি থাকুক ও সর্বোপরি প্রতিটি মানুষের
শুভ বুদ্ধির উদয় হোক….