আপনি কি SEO [Internal Linking and External Linking] শিখতে চান ? তাহলে এই টিউনটি ভালভাবে পড়ুন !
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ । আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে SEO টিউটোরিয়াল(পর্ব-১০) [Internal Linking and External Linking] নিয়ে হাজির হয়েছি। আমি আশা করছি শেষ পর্যন্ত আপনাদেরকে আমার সাথে পাবো। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক।
Internal
Linking and External Linking:
Internal
Linking and External Linking সংযোগস্থাপন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটি ব্যবহার করার ফলে অন্য কোন লিঙ্ক থেকে আপনি Visitor পেতে পারেন ।Internal Linking এর জন্য কনটেন্ট লিঙ্কের সাথে একটি Anchor Text যোগ করতে হবে,তবে এটি অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে । আবার External Linking এর ক্ষেত্রে একই ধরনের পদক্ষেপ ব্যবহার করতে পারেন । তবে No-Follow নাকি Do-Follow Linking তৈরি করবেন এটি আপনাকে অবশ্যই চিন্তাভাবনা করতে হবে।
এছাড়াও আপনাকে যেসব বিষয়ে খেয়াল রাখতে হবে:
প্রতিটি পেজের লিঙ্ক গুলো ঠিকমতো কাজ করে সেদিকে লক্ষ রাখতে হবে। অবশ্যই যেন প্রতিটি Image, image regulation ঠিক থাকে এবং সেটি পেজে শো করে। আপনার পেজে যেন কখনোই error না হয়,সেদিকে লক্ষ্য রাখবেন। error হলে সার্চ ইঞ্জিন এবং
ভিজিটর দুজনকেই Frustrate করবে। এতে সময় যেমন অপচয় হবে আবার ভিজিটররাও বিরক্ত হয়ে একসময় এইসকল ব্লগ বা ওয়েব সাইট আর ভিজিট করবেনা। এজন্যে অবশ্যই Images ব্যবহারে খুবই সর্তকতা অবলম্বন করতে হবে।
আপনি ইচ্ছা করলে এখানে ক্লিক brokenlinkcheck করে আপনার পেজের Broken Link গুলো চেক করতে পারবেন। সবসময় সর্তক ভাবে কাজ করবেন। তা না হলে পরে আপসোস করবেন। সবসময় র্সাচ ইঞ্জিন এবং ভিজিটরদের সঠিক ও প্রয়োজনীয় তথ্য দিবেন। চেষ্টা করবেন হাই পিআর সাইট এর সাথে লিঙ্ক করার। নিজের হোম পেজ থেকে অন্য কোন সাইটের Do follow link দেওয়ার আগে চিন্তা করবেন সেই site relevant ও useful কিনা, মনমতো হলে back link দিবেন। আপনি যদি সব কিছু ঠিক রেখে কাজ করেন তাহলে আপনার পেজ র্যাংক হারানোর ভয় নাই। সাফল্য আপনাকে ধরা দিবেই।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভাল থাকবেন। আর কোন সমস্যা মনে হলে এখানে অথবা আমার এখানে ক্লিক করুন Facebook page এ দয়াকরে কমেন্ট করবেন।
বি:দ্র: এসইও টিউটোরিয়াল (পর্ব-১১)পড়ুন !