আপনার কম্পিউটার/মেমোরি কার্ড থেকে ডিলিট/ফরমেট হয়েছে? নো টেনশন সব ফিরে পাবেন!


কম্পিউটার/মেমোরি কার্ড থেকে ডিলিট/ফরমেট হওয়া তথ্য বা ডাটা খুব সহজেই ফেরত পেতে পারি আমরা

আমরা অনেক সময় ভুলবশত অনেক প্রয়োজনীয় ডাটা, ছবি,mp3, ভিডিও ক্লিপ, ফাইল কম্পিউটার থেকে পুরোপুরি ডিলিট করে দেই এবং পরে খুবই খারাপ লাগে,ফিরে পাবার জন্য আফসোস করি এখন আর চিন্তা নাই, আপনি এখন নিজেই ঘরে বসে খুব সহজে ডিলিট হওয়া ডাটা উদ্ধার করতে পারবেন ডাটা,ফাইল  পুনরুদ্ধার করার জন্য অনেক ধরনের সফটওয়্যার আছে কিন্তু বেশিরভাগ  সফটওয়্যারই ভাল কাজ করেনা আজকে খুব ভাল একটি সফটওয়্যারের নাম বলবো, সেটি হলো Recuva সফটওয়্যার। 

The Best Bengali Technology Blog | TunerDesk

এই সফটওয়্যার এর বিশেষ গুন হলো:
1.আপনি  MP3.Mp4,Pdf,file,images আলাদা আলাদা উদ্ধার করা যায়
2.ফাইল,ডাটা এর Quality দেখা যায়
3.আবার Deep Scan এনাবল করে অনেক আগের পুরাতন ফাইল পুনরুদ্ধার করা সম্ভব হয়
যে ডাটা পুনরুদ্ধার করবেন সেটির ওপর রাইট বাটনে ক্লিক করে Recover Highlited অপশন ক্লিক করতে হবে
Recuva ডাউনলোড লিঙ্ক: Recuva download (4mb file)

সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেনপরবর্তি টিউনটি পড়ার জন্য আমন্ত্রন রইলো