আপনি কি SEO শিখতে চান ? এসইও টিউটোরিয়াল (পর্ব-৬) [ Keyword Research ]

আপনি কি SEO [ Keyword Research ] শিখতে চান ? তাহলে এই টিউনটি ভালভাবে পড়ুন


আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ রহমতে সবাই ভালই আছেন।
আজ আপনাদের মাঝে SEO টিউটোরিয়াল(পর্ব-৬) নিয়ে হাজির হয়েছি সেই সাথে আমি আপনাদেরকে এমন ভাবে শেখানোর চেষ্টা করবো যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন এবং নিশ্চিত ইনকাম করতে পারেন বা নিজের ওয়েব সাইট, ব্লগসাইটকে একটি লেভেলে আনতে পারেন। আমি আশা করছি শেষ পর্যন্ত আপনাদেরকে আমার সাথে পাবো। কথা অনেক হলো এবার কাজের কথায় আসি

Keyword Research:

http://tunerdesk.blogspot.com/
Keyword, SEO হতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মূলত ওয়েব সাইটটি যে বিষয়ের উপর তৈরী করা হবে, তার ওপর ভিত্তি করে সেই ধরনের keyword বাছাই করতে হবে। যেমন ধরুন আপনার সাইটটি যদি হয় SEO tutorial ভিত্তিক, তাহলে হোমপেজের মূল Title এর নামSEO tutorialএই ধরনের keyword রাখা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। 

মনে করেন একজন লোক SEO শিখতে চায়, তো সেই লোক কি কি শব্দ ব্যবহার বা লিখে সার্চ ইঞ্জিনে- সার্চ দিতে পারে সেটা ভাবতে হবে এবং সেই সমস্ত শব্দগুলি হোমপেজের Title এবং heading tag গুলিতে সেই সমস্ত শব্দগুলি রাখতে হবে। তবে অবশ্যই Content এর সাথে keyword এর মিল থাকতে হবে। keyword Research কিভাবে করতে হয়, তাহা আমি আপনাদের video tutorial এর মাধ্যমে দেখাবো। keyword Research অনেক ধরনের SEO tools এর মাধ্যমে রির্সাচ করা হয়। এগুলো tools কিছু ফ্রি ও কিছু টাকার বিনিময়ে ব্যবহার করতে হয়। তবে আমি কিছু tools এর নাম বলছি, 

যেমন:
02.Moz.com
03.Wordpot
04.Raventools
06.Keywordspy
09.Seobook

 তবে আজ এই পর্যন্তই, আপাতত keyword Research কি? কেন keyword Research এর প্রয়োজন, এতটুকু ধারণা রাখেন। বাকীঁটুকু Video tutorial আপলোড করলে শিখবেন।
আশাকরি সবাই বুঝতে পারছেন। আর সম্ভব হলে কমেন্ট করতে ভুলবেন না








বি:দ্র: এসইও টিউটোরিয়াল (পর্ব-)পড়ুন