আপনাকে স্বাগতম টিউনারডেস্ক ভুবনে
আমার বাংলাদেশ আমার গর্ব। আমার ভাষা আমার অহংকার । বাংলাদেশের প্রতিটি মানুষ টেকনোলজি বিষয়ে আরো জানুক, তাদের জানার পিপাসা আরো বাড়ুক। এই উদ্দেশ্যেই আসলে টিউনারডেস্ক পেজের যাত্রা শুরু 30-may-2015। ইতিমধ্যে ব্লগটি বাংলাদেশে বাংলা ব্লগ হিসেবে পরিচিতি পেয়েছে আর তাহা আপনাদের সকলের ভালবাসায় সম্ভব হয়েছে। আমরা চাচ্ছি একটি সাইট দিয়ে টেকনোলজি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পৌছানো। টিউনারডেস্ক এর মূল উদ্দেশ্য দেশের অভ্যান্তরীন মানুষদের সহযোগীতা করা। তাদের কাছে আরো সুন্দর ও সহজভাবে পাঠযোগ্য ও গ্রহণযোগ্য টেকনোলজি তুলে ধরা।
about-us
যাত্রাটা শুরু হুট করেই। বেশ কিছুদিন থেকে মাথায় ঘুরছিল বাংলায় একটা সুষ্ঠ ধারার টেকনোলজি ব্লগের। বাংলা ভাষায় করা বিভিন্ন টেকনোলজি ব্লগ গুলি অনেক আগে থেকে যাত্রা শুরু করে প্রথম দিকে বেশ ভাল চললেও দিন দিন
হয়ে পড়ছে বিজ্ঞাপন প্রধান, এবং ক্লিকেই আনিং এর মত ভূয়া লিংকের আখড়ায়। আমাদের প্রথম থেকেই ইচ্ছা ছিল এমন একটা কিছু করা, যাতে মানুষের কাজে লাগে এমন কিছু নিয়মিত শেয়ার করা। আর সেই ধারণা থেকেই নেমে পড়া এই টিউনারডেস্ক নিয়ে।
তৈরী শুরুর আগে থেকেই ইচ্ছা ছিল পরিচ্ছন্ন একটি উপস্থাপনার, তাই দরকার ছিল একটি সুন্দর ডিজাইনের ওয়েব সাইট। এমন কালারের সংমিশ্রণ, যা মানুষকে বিরক্ত না করে বরং চোখের শান্তি দিবে। সেই সুত্র ধরেই একটি কম্পিউটার, ট্যাব এবং মোবাইলে সুন্দর ভাবে দেখার যোগ্য ডিজাইন নিয়ে এগুতে থাকে টিউনারডেস্ক।
Social-media
আপনি যদি চান যখনি কোন পোস্ট ব্লগে পোস্ট হবে তখনি পোস্ট এর খবর ফেসবুকে বসে বসে পাবেন তাহলে যোগ দিন আমাদের সোশ্যাল নেটওয়ার্কে www.facebook.com/TunerDesk।
টিউনারডেস্ক ফেসবুক পেইজ
Join করুন টিউনারডেস্ক এর অফিসিয়াল ফেসবুক গ্রুপে।
টিউনারডেস্ক এর সবাইকে স্বাদর আমন্ত্রণ জানায়।
আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। যারা প্রতি মূহূর্ত আমাদের সাথে থেকেছেন, এবং থাকছেন। আর আপনাদের ধরে রাখার প্রতিশ্রুতি আমাদের।