আপনি কি SEO [ অন-পেজ অপটিমাইজেশন এর বিষয়বস্তু ] শিখতে চান ? তাহলে এই টিউনটি ভালভাবে পড়ুন
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ রহমতে সবাই ভালই আছেন। আজ আপনাদের মাঝেSEO টিউটোরিয়াল [ অন-পেজ অপটিমাইজেশন এর বিষয়বস্তু ] নিয়ে হাজির হয়েছি।
অন-পেজ অপটিমাইজেশন এর বিষয়বস্তুু
ওয়েব সাইটকে অন পেজ অপটিমাইজেশন করতে বেশ
কিছু মৌলিক বিষয়ের প্রয়োজন পড়ে। এই সমস্ত
মৌলিক বিষয় গুলো সম্পর্কে বিস্তরিত জানা থাকলে আপনার অন-পেজ অপটিমাইজেশন করতে
সুবিধা হবে।আসুন দেখে নিই অন-পেজ অপটিমাইজেশনে কি কি বিষয়
অন্তভুক্ত থাকে
- ১।মেটা ট্যাগের ব্যবহার
- ২।টাইটেলে
ট্যাগের ব্যবহার
- ৩।কী-ওয়ার্ড ট্যাগের ব্যবহার
- ৪।Description
ট্যাগের ব্যবহার
- ৫।ALT ট্যাগের ব্যবহার
- ৬।h1-h6
ট্যাগের ব্যবহার
- ৭।পেজ - ফাইলের নামকরন
- ৮।কী ওয়ার্ড সমৃদ্ধ কনটেন্ট বনানো
- ৯।XML Sitemaps তৈরী করণ ইত্যাদি।
১। মেটা ট্যাগ ব্যবহারের নিয়ম:
মুলতো আপনার ওয়েব সাইটের আর্টিকেল কে সার্চ ইঞ্জিনের কাছে খূব
সহজে প্রকাশ করতেই HTML এর এমন কিছু ট্যাগ
ব্যবহার করা হয়, তাদেরকেই মেটা ট্যাগ বলে। তবে এ সকল আর্টিকেল সার্চ ইঞ্জিনে প্রকাশ
পায় না। তবে এইসকল ট্যাগ ব্যবহারের ফলে সার্চ ইঞ্জিন কিম্বা অন্য ওয়েব ডেভেলোপার রা বুঝতে পারে ওয়েব সাইটের লেখক কে, ওয়েবসাইট তৈরীর তারিখ, শেষ আপডেট করার সময় ইত্যাদি অনেক কিছু। তবে হ্যাঁ সকল ট্যাগ SEO তে তেমন গুরুত্বপূর্ণ নয় যতোটা গূরত্বপূ্র্ন title,keyword, Description ট্যাগ গুলিতে। সবচেয়ে এই ৩টি ট্যাগ SEO এর জন্যে খূবই গুরুত্বপূর্ণ। তাহলে আজ আমরা এই ৩টি বিষয় নিয়েই আলোচনা করবো।
মেটা ট্যাগ ব্যবহারের প্রয়োজনীয়তা:
মেটা ট্যাগ মুলতো দুইটি বিষয়ের জন্য SEO তে গুরুত্বর্পর্ণ ভূমিকা রাখে।
১। মেটা ট্যাগ SERPs (Search Engine Result Page)ঐ সাইটের তথ্য সরবারাহ করতে বিশেষভাবে সাহায্যে করে।
২। মেটা ট্যাগ ব্যবহার করে আপনার
ওয়েব সাইটকে SEO করার ফলে ভাল র্য্যাংকে রাখার পাশাপাশি সাইটের বিভিন্ন অংশ বিভিন্ন
ভিজিটরদের কাছে প্রকাশ পেতে সাহায্য করে।
৩।কী-ওয়ার্ড ট্যাগ ব্যবহারের নিয়ম
১। মেটা ট্যাগ: এক কথাই বলা যায়, আপনার সাইটে যেসব কী-ওয়ার্ডগুলো ব্যবহার করেন তার একটা সূচিপত্র হিসাবে কাজ করাকে কী-ওয়ার্ড ট্যাগ বা মেটা ট্যাগ বলে।
২।টাইটেল মেটা ট্যাগ ব্যবহারের নিয়ম:
আপনার ওয়েব সাইটের শিরোনাম দেওয়ার জন্য টাইটেল মেটা ট্যাগ ব্যবহার করা হয়। টাইটেল মেটা ট্যাগ বিশেষ তেমন কোন কাজে আসেনা এসইওতে। হ্যাঁ তবে একটি আর্কষনীয় সুন্দর টাইটেল লিখলে আপনার সাইটে অনেক ভিজিটর বাড়তে পারে।
আপনার পছন্দের প্রয়োজনীয় কী- ওয়ার্ড দ্বারা টাইটেল ট্যাগ লেখার সময় অবশ্যই কিছু কিছু বিষয় হিসাব নিকাশ করে কাজ করতে পারলে এইসও তে সৌন্দর্য দ্বিগুন হারে বৃদ্ধি পায়।
যেমনঃ-
১। টাইটেলকে সর্বচ্চ ৬৫ অক্ষরের মধ্যে লিখতে হবে।
২। টাইটেল যথাসম্ভোব ছোট করে লিখবেন,তবে বেশি ছোট করার দরকার নাই। আর্কষনীয় সুন্দর ভাবে টাইটেল লিখবেন।
৩।কী-ওয়ার্ড ট্যাগ ব্যবহারের নিয়ম:
টাইটেল ট্যাগটি এমন ভাবে লিখতে হবে যাতে কেউ আপনার টাইটেল পড়ে আপনার সাইটে প্রবেশ করতে আর্কষনবোধ বা কৌতুহল প্রকাশ করে।
যেমন: মনে করেন
আপনার
সাইটটি যদি SEO বিষয়ে কীওয়ার্ড দিয়ে বানানো হয় তাহলে ভিজিটররা SEO সম্পর্কে সঠিক কোন ধারনা পাবেনা
ফলে ভিজিটররা কম ভিজিট করবে। আর সেখানে যদি আপনি টাইটেল টি অন্যভাবে লিখেন যেমন: “আপনি কি SEO শিখতে চান ? এসইও টিউটোরিয়াল” তাহলে আপনার সাইট যদি ২-৫ নম্বরেরও থাকে তবে আপনি অন্যদের তুলনায় অনেক বেশি ভিজিটর পাবেন।
৪। @, #,!,%,^,()
ইত্যাদি এই সকল চিহ্ন ব্যবহার করা নিষেধ।
৪।Description ট্যাগ ব্যবহারের নিয়ম:
মুলত আপনার সাইটের একটি ছোট বর্ণনা দেওয়ার জন্যই
Description ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমরা কোন একটি বড় ঘটনা অনেক সময়ে
সংক্ষেপে প্রকাশ করি। ঠিক তেমনি Description ট্যাগের মাধ্যমে আমরা সার্চ ইঞ্জিনকে আমাদের
ওয়েব সাইটে একটি সংক্ষিপ্ত আকারে বিবরণ দিয়ে থাকি। এটি সাধারনত SERPs পেজে সার্চ ইঞ্জিন
গুলো প্রকাশ করে।কিছু কিছু টিপসের মাধ্যমে আপনি আপনার সাইটের জন্যে সুন্দর একটি
Description লিখতে পারেন।
যেমন
১। অবশ্যই আপনার Description টি ২৫০ অক্ষরের মধ্যে রাখবেন।প্রায়
বেশির ভাগ সার্চ ইঞ্জিন ২৫০ অক্ষরের বেশী তাদের SERPs পেজে প্রকাশ করে না।
২।এই ট্যাগে অবশ্যই বানান যেন ভুল না হয় সেদিকে খুব ভালোভাবে
খেয়াল রাখবেন।
৩।ট্যাগটি আপনার পছন্দের কী-ওয়ার্ডে লিখবেন। তবে খেয়াল করবেন
কোন কী-ওয়ার্ড যেন ৩ বারের বেশি ব্যবহার না করা হয়।
এছাড়া টাইটেলে যেসকল টিপস দেয়া আছে তা আপনি Description ট্যাগেও
ব্যবহার করতে পারবেন।
পেজ বা ফাইলের নাম দিন কী-ওয়ার্ড অনুসারে:
এই কাজগুলোও অন -পেজ অপটিমাইজেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়।
আমরা যখন কোন সাইট তৈরি করি তখন তার একটি নাম দেই। যেমন ধরেন tunerdesk.blogspot.com/uygf48625?y=7015 বা tunerdesk.blogspot.com/how-to-get-a-free-seo-tips.html। তাহলে আপনার
কাছে কোনটি সবচেয়ে সহজ মনে হচ্ছে? নিশ্চয় পরেরটি আপনার কাছে সহজ মনে হচ্ছে। কারণ ঐ লিংক আপনি দেখলে সহজেই বুঝতে
পারবেন যে ঐ সাইটে কি আছে। তাই আমাদের মতো সার্চ ইঞ্জিনের কাছেও পরের লিংকটিই সহজ মনে
হবে। তাই আপনি যখন কোন পেজের নাম দিবেন তখন অবশ্যই সেটি কী-ওয়ার্ডের সাথে মিল রেখে
নাম ব্যবহার করবেন।
টিপস সমূহ:
১।আপনার সাইটের পেজের নাম আর্টিক্যাল অনুযায়ী কী-ওয়ার্ড টি
রাখবেন। মনে করেন আপনি “free word press tips for my new website” এই ধরনের কী-ওয়ার্ড
এর ওপর ভিত্তি করে সাইটটির নাম দিতে পারেন
“how-can-get-free-word press-tips-for-my new website.html
২।সাইটের নাম দেওয়ার সময় a,in,to,of এইসব অক্ষর গুলো ব্যবহার
কখনোই করবেন না। কারণ এগুলোকে সার্চ ইঞ্জিন “Skipping Word” বলে থাকে।
৩।পেজের নাম দেয়ার সময় চেষ্টা করবেন হাইফেন ( – ) ব্যবহার
করা। কখনোই _, !, (), @,$ এই সব অক্ষর ব্যবহার
করবেন না। তাহার কারন সার্চ ইঞ্জিন এই সব অক্ষর কখনোই ইনডেক্স করে না।
৪।ওয়েব পেজের এক্সটেইনশন .html ,.htm .php রাখা সবচেয়ে ভালো।
আজ এই পর্যন্তই, আশাকরি সবাই বুঝতে পারতেছেন। আর সম্ভব হলে কমেন্ট করতে ভুলবেন না।