What is Alexa Traffic Rank?
সহজ ভাবে বলতে গেলে, আলেক্সা ট্রাফিক মান একাউন্টে দর্শক সংখ্যা এবং প্রতিটি দর্শন দেখা পেজ সংখ্যা উভয় গ্রহণ ইন্টারনেটে আছে সব অন্যদের সঙ্গে তুলনা, একটি ওয়েবসাইট এর জনপ্রিয়তা সম্পর্কে মোটামুটি একটা পরিমাপ।
অ্যালেক্সাতে
প্রখমে Register করার পর,
আপনার সাইটের তথ্য দিলে এরপর থেকে অ্যালেক্সাতে আপনার সাইটের র্যাঙ্ক দেখাবে। অ্যালেক্সার র্যাঙ্ক যদি আপনার সাইট ১ম এক লক্ষ সাইটের মধ্যে না থাকে তাহলে অ্যালেক্সা আপনার সাইটের যে র্যাঙ্ক দেখাবে তা সঠিক নয়। মনে করেন অ্যালেক্সাতে আপনার সাইটের র্যাঙ্ক দেখালো 198025 নাম্বার তাহলে বুঝতে হবে এটা ভুল দেখাচ্ছে, কারন এটা 100000 এর ভিতরে নাই। 100000 ভিতরে থাকলে মোটামুটি কোনরকম একটি
আপনার সাইটের তথ্য দিলে এরপর থেকে অ্যালেক্সাতে আপনার সাইটের র্যাঙ্ক দেখাবে। অ্যালেক্সার র্যাঙ্ক যদি আপনার সাইট ১ম এক লক্ষ সাইটের মধ্যে না থাকে তাহলে অ্যালেক্সা আপনার সাইটের যে র্যাঙ্ক দেখাবে তা সঠিক নয়। মনে করেন অ্যালেক্সাতে আপনার সাইটের র্যাঙ্ক দেখালো 198025 নাম্বার তাহলে বুঝতে হবে এটা ভুল দেখাচ্ছে, কারন এটা 100000 এর ভিতরে নাই। 100000 ভিতরে থাকলে মোটামুটি কোনরকম একটি
সঠিক র্যাঙ্ক দেয়। অ্যালেক্সা টুলস যারা ব্যবহার করে তাদের ভিজিটরের ওপর ভিত্তি করে থাকেন। মনে করেন আপনি একটা ওয়েবসাইট খুললেন লাখ লাখ ভিজিটর আপনার সাইটে ভিজিট করে, কিন্তু যারা ভিজিট করে তাদের কেউ যদি অ্যালেক্সা টুলস ব্যবহার না করে থাকে তাহলে আপনি কোন র্যাঙ্ক পাবেন না, যদিও পান হয়ত 2-3 লাখ আপনার র্যাঙ্ক দেখাবে। আবার আপনার সাইটে যদি 5-10 হাজার ভিজিটর থাকে, আর তারা সবাই যদি অ্যালেক্সা টুলস ব্যবহার করে থাকেন তাহলে এক-দেড় মাসের মধ্যেই দেখবেন আপনার সাইটের র্যাঙ্ক শতকের ঘরে এসে গেছে। মনে করুন আপনার একটা সাইট আছে দিনে এক থেকে দুইশো বার ভিজিট হয়। অ্যালেক্সা র্যাঙ্ক ধরুন দুই লাখের ঘরে। এখন আপনার 10/15 জন বন্ধুকে (যারা ইন্টারনেট ব্যবহার করে) বললেন যে তোমরা তোমাদের ব্রাউজারে অ্যালেক্সা টুলসটি ইনস্টল করে প্রতিদিন আমার সাইটে 10/12 বার ভিজিট করবে। একমাসের ভিতরে দেখবেন আপনার সাইটের র্যাঙ্ক দুই-তিন লাখ থেকে হয়ত দুই-তিন হাজারে চলে আসছে। অ্যালেক্সা টুলস ছাড়া সাইটে ঢুকলেও অ্যালেক্সা সেটা গগনা করে তাবে সেটার প্রভাব খুবই অল্প
*অ্যালেক্সা টুলস এর একটি উইজেট আছে, যদি আপনার সাইটে দেন তাহলে সেই উইজেটে প্রতি ক্লিকে একবার করে ভিজিট গননা করবে অ্যালেক্সা। আবার এই উইজেটে আপনার সাইটের অ্যালেক্সা র্যাঙ্ক এবং আপনার সাইটের লিংক কয়টি সাইটে আছে সেটি সম্পর্কে সকল তথ্য থাকবে।
Forum post/ forum
profile signeture:
ব্লগ ফোরাম প্রোফাইল সাইটে
নিবন্ধন করে আপনার সাইট
সম্পর্কে পোস্ট দিন।
যেহেতু এই সাইটগুলিতে প্রতিদিন
প্রচুর ভিজিটর আসে, তাই
তারা আপনার সাইটের লিংক
পাবে। ফোরামে
স্বাক্ষর হিসেবে নিজের সাইটের
লিংক ব্যবহার করুন। তবে
বিশেষ করে “dofollow” সাইটে বেশি পোস্ট
করুন। ফলে
আপনার সাইটের ট্রাফিক তো
বাড়বেই পাশাপাশি গুগল আপনার পেজ
রেংক গগনা করবে।
আর যদি “nofollow” সাইটে পোস্ট করেন
তবে ট্রাফিক পাবেন কিন্তু গুগল
আপনার লিংক হিসাব করবেনা।