আপনি কি SEO শিখতে চান ? এসইও টিউটোরিয়াল (পর্ব-৫) [ Meta keywords / tags ]

আপনি কি SEO শিখতে চান ? তাহলে এই টিউনটি ভালভাবে পড়ুন


আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ রহমতে সবাই ভালই আছেন। আজ আপনাদের মাঝে SEO টিউটোরিয়াল(পর্ব-)[ Meta keywords / tags ] নিয়ে হাজির হয়েছি সেই সাথে আমি আপনাদেরকে এমন ভাবে শেখানোর চেষ্টা করবো যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন এবং নিশ্চিত ইনকাম করতে পারেন বা নিজের ওয়েব সাইট, ব্লগসাইটকে একটি লেভেলে আনতে পারেন। আমি আশা করছি শেষ পর্যন্ত আপনাদেরকে আমার সাথে পাবো। কথা অনেক হলো এবার কাজের কথায় আসি

Meta keywords / tags
tunerdesk.blogspot.com


আপনি Meta Keyword হিসেবে আপনার পেজের মূল Keyword যুক্ত করবেন এবং কি- ওয়ার্ডটাকে পারলে একটু হাইলাইট করে দিবেন মনে করেন আপনার সাইটের জন্যে কিছু কিওয়ার্ড সিলেক্ট করলেন কিন্তু সার্চ ইঞ্জিন কিভাবে বুঝবে আপনার সাইটে নির্দিষ্ট কিছু কিওয়ার্ড আছে যেসকল কি- ওয়ার্ড দিয়ে  আপনার সাইটে ভিজিটর বড়াতে চাচ্ছেন, এটা সার্চ ইঞ্জিনকে বুঝানোর জন্যেই মেটা কি- ওয়ার্ড ব্যবহার করতে হয় সার্চ ইঞ্জিনগুলো সার্চ করার সময়ই আগে আপনার সাইটের কি-ওয়ার্ড গুলো পড়ে তারপরে ফলাফল প্রকাশ করে তাহলে বুঝতেই পারছেন মেটা কিওয়ার্ডের প্রয়োজনীয়তা কেমন
মুলতো আপনার ওয়েব সাইটের আর্টিকেল কে সার্চ ইঞ্জিনের কাছে খূব সহজে প্রকাশ করতেই  HTML এর এমন কিছু ট্যাগ ব্যবহার করা হয়, তাদেরকেই মেটা ট্যাগ বলে। তবে এ সকল আর্টিকেল সার্চ ইঞ্জিনে প্রকাশ পায় না। তবে এইসকল ট্যাগ ব্যবহারের ফলে সার্চ ইঞ্জিন কিম্বা অন্য ওয়েব ডেভেলোপার রা বুঝতে পারে ওয়েব সাইটের লেখক কে, ওয়েবসাইট তৈরীর তারিখ, শেষ আপডেট করার সময় ইত্যাদি অনেক কিছু তবে হ্যাঁ সকল ট্যাগ  SEO তে তেমন গুরুত্বপূর্ণ নয় যতোটা গূরত্বপূ্র্ন title,keyword, Description ট্যাগ গুলিতে সবচেয়ে এই ৩টি ট্যাগ SEO এর জন্যে খূবই গুরুত্বপূর্ণ তাহলে আজ আমরা এই ৩টি বিষয় নিয়েই আলোচনা করবো

মেটা ট্যাগ ব্যবহারের প্রয়োজনীয়তা:
মেটা ট্যাগ মুলতো দুইটি বিষয়ের জন্য SEO তে গুরুত্বর্পর্ণ ভূমিকা রাখে
মেটা ট্যাগ SERPs (Search Engine Result Page) সাইটের তথ্য সরবারাহ করতে বিশেষভাবে সাহায্যে করে
  আপনার ওয়েব সাইটে মেটা ট্যাগ ব্যবহার করে SEO করার ফলে ভাল র্য্যাংকের পাশাপাশি সাইটের বিভিন্ন অংশ বিভিন্ন ভিজিটরদের কাছে প্রকাশ পেতে সাহায্য করবে।

 এই পর্যন্তই, আশাকরি সবাই বুঝতে পারতেছেন আর সম্ভব হলে কমেন্ট করতে ভুলবেন না


বি:দ্র: এসইও টিউটোরিয়াল (পর্ব-)পড়ুন