আপনি কি SEO শিখতে চান ? এসইও টিউটোরিয়াল (পর্ব-১) [ বেসিক এসইও ]

আপনি কি SEO শিখতে চান ? তাহলে এই টিউনটি ভালভাবে পড়ুন

আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে SEO টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। SEO একটি দীর্ঘ মেয়াদী পরিকল্পনা।শুধু নতুনদের জন্য যারা SEO শিখতে খুবই আগ্রহী আজ আমি আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে খুব সহজে আপনাদের SEO শেখাবো সেই সাথে আমি আপনাদেরকে এমন ভাবে শেখানোর চেষ্টা করবো যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন এবং নিশ্চিত ইনকাম করতে পারেন আমি আশা করছি শেষ পর্যন্ত আপনাদেরকে আমার সাথে পাবো যাই হোক কথা অনেক হলো, এখন কাজের কথায় আসি

http://tunerdesk.blogspot.com/

বর্তমানে SEO এর চাহিদাঃ

 এখন দেশে এবং বিদেশে SEO এর চাহিদা প্রচুর দিন দিন প্রচুর বাড়ছে। কারণ কোন ওয়েব সাইটের মুল শক্তি হচ্ছে SEO বর্তমানে বিশ্বের প্রায় সব ব্যবসাই প্রযুক্তি নির্ভর  হচ্ছে। তাই অনেক E-Commerce ওয়েব সাইট তৈরি হচ্ছে। তাই ব্যাবসায়ীরা তাদের ব্যাবসার প্রসার ঘটানোর জন্যে SEO এর সাহায্য নিচ্ছে। আর ফ্রীলাঞ্ছার মার্কেটপ্লেস যেমন Elance,Up work(O-Desk) এর চাহিদা প্রচুর। বর্তমানে একজন দক্ষ SEO worker মাসে প্রায় $ ১০০-১০০০ us আয় করছে, যাহ বাংলাদেশি টাকায় প্রায় ৭৮০০-৭৮০০ টাকা। কি অবাক হয়ে গেলেন? অবাক হওয়ার কিছুই নাই। যদি বিশ্বাস না হয় তাহলে যেকোনো ফ্রীলান্চার মার্কেটপ্লেসে একবার দেখে আসুন।

SEO তে আয়ের উপায়ঃ

SEO দ্বারা আয় করার বিভিন্ন উপায় আছে। আপনি আপনার সাইটে SEO করে অনেক পরিবর্তন করতে পারেন। যখন আপনার সাইটে ভিজিটর বাড়বে তখনই তখনই মূল খেলা জমবে। তখন আপনার সাইটে আপনি বিভিন্ন ধরনের পণ্য বা সার্ভিস বিক্রয় করতে পারবেন। আবার বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দিয়েও প্রচুর আয় করা যায়। বিজ্ঞাপন দিয়ে আয় করার সবচেয়ে জনপ্রিয় উপায় হচ্ছে Google Adsence Google Adsence পাওয়ার পর নিয়মিত পোষ্ট দিলে জীবনে আর কি লাগে, শুধু ইনজয়। এছাড়াও বিভিন্ন ফ্রীলাঞ্ছার মার্কেটপ্লেস SEO এর অনেক অনেক কাজ পাওয়া যায় যেমনঃ Backlinking, linkbuilding,On page seo, Off page seo, contentent writing, press release,Article Writing, Keyword Research, forum posting ইত্যাদি। কিছুটা এক ঢিলে দুই পাখি মারার মতো, এদিকে নিজের সাইটে SEO করার মাধ্যমে আয় করলেন আবার ফ্রীলাঞ্ছার মার্কেটপ্লেস থেকেও আয় করলেন। এতক্ষনে নিশ্চয় আপনাদের SEO শেখার আগ্রহ বেড়ে গেছে। বাড়বেই না কেন, মাএ কিছুদিন মনোযোগ দিয়ে শিখলেই প্রতি মাসে প্রচুর টাকা আয় করা যায়।

SEO শিখতে এবং কাজ করতে যেগুলো প্রয়োজন হয়:

.ল্যাপটপ বা কম্পিউটার
. ইন্টারনেট সংযোগ
.ল্যাপটপ বা কম্পিউটার ইন্টারনেট চালানোর জন্যে ন্যূনতমদক্ষতা
.একটি ওয়েব সাইট বা ব্লগ তৈরী
.শুধু SEO নয় যেকোনো কাজে সফলতা লাভ করার মূল চাবিকাঠি হলো ধৈর্য 


SEO কি ?


SEO এর পুরো নাম হচ্ছে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন একমাএ SEO এর মাধ্যমে কোন ওয়েব সাইটকে যেকনো সার্চ ইঞ্জিন সমূহের সাথে পরিচিত করা যায় এবং সার্চ ইঞ্জিনের প্রথমের দিকে নিয়ে আসা যায় কি আপনার বুঝতে পারছেন,আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছেন সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (SEO) কি?  তবে এসইও কাজ  শুরু করার প্রধান শর্ত হচ্ছে আপনার ওয়েবসাইটটি সম্পূর্ণরূপে তৈরি করতে হবে। ওয়েবসাইটের কাজ চলাকালীন সময় এসইও করা খুবই এবং ভুল।

Search Engine কি:

আমরা সবাই কমবেশি জানি Search Engine কি Google, Yahoo, Bing ইত্যাদি এগুলোই মুলতো সার্চ ইঞ্জিন এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন Google আমরা Google যেটাই লিখে সার্চ দেইনা কেন সার্চ ইঞ্জিনের কাছে যে তথ্য জমা থাকে তা থেকে আপনার প্রশ্নের ফলাফল প্রদর্শন করে এখনে আমরা যাই লিখে সার্চ দেই তাহলো সার্চ ইঞ্জিন এর ভাষায় Keyword এবং সার্চ দেয়ার পর যা ফলাফল আসে তাইহলো Search Result Keyword Research কি এই সম্পর্কে বিস্তারিত আমি পরে শিখাবো


বি:দ্র: এসইও টিউটোরিয়াল (পর্ব-২) পড়ুন