পেনড্রাইভের, মেমোরি কার্ডের গতি বাড়িয়ে নিন খুব সহজে / Pen drive, memory card is very easy speed of the Increasing

পেনড্রাইভ, মেমোরি কার্ড বেশি ব্যবহারের ফলে গতি কমতে থাকে। আবার কিভাবে গতি ফিরিয়ে আনা যায় আমরা টিউনে দেখবো

যে কারণে গতি কমে যায়:  
* পেনড্রাইভ, মেমোরিকার্ড যত ব্যবহার করা হবে আর যতো পুরোনো হবে, এর গতি তত কমতে থাকবে
* আবার নোটবুক, কম্পিউটারের ইউএসবি পোর্ট পেনড্রাইভের সংস্করণের ওপর নির্ভর করে এর গতি

যেভাবে গতি বাড়বে পেনড্রাইভ মেমোরি কার্ডে:




 প্রথমে  ইউএসবি পোর্টে পেনড্রাইভ, মেমোরি কার্ড লাগিয়ে নিন এবার পেনড্রাইভ, মেমোরি কার্ড রাইট ক্লিক করে Format- ক্লিক করুন(বুঝতে অসুবিধা হলে চিএগুলি দেখেন) এখন File system থেকে NTFS নির্বাচন করুনতারপরে Format option-এর Quick Format- থাকা টিক চিহ্ন তুলে দিন Start- ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করুন এভাবে পেনড্রাইভ ফরম্যাট হতে সময় বেশি নিতে পারে।

ডিস্কে সমস্যা: কম্পিউটারের হার্ডড্রাইভের মতো পেনড্রাইভ,মেমোরি কার্ডের ডিস্কে সমস্যা থাকলে তথ্য স্থানান্তরে ঝামেলা হতে পারেযদি ডিস্কের সমস্যাকে স্ক্যান করে নেওয়া যায়, তবে তথ্য স্থানান্তর দ্রুত হবেপেনড্রাইভে, মেমোরি কার্ডের ডান ক্লিক করে Properties থেকে Tools ট্যাবে ক্লিক করুনতারপরে Check now বোতামে ক্লিক করুনতারপরে Automatically fix file system errors এবং Scan for and attempt recovery of bad sectors তে টিক চিহ্ন দিয়ে Start চাপুনকাজটি সম্পন্ন হতেও সময় বেশি নেবেকাজ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করূনএরপরে Defragment করুন


 



  



1 comments: