সবাইকে আমার সালাম জানাই। আশাকরি সবাই ভাল আছেন। আজ আপনাদের মাঝে খুব কাজের একটি টিউন নিয়ে হাজির হয়েছি। মুলতো যাদের Computer/laptop
slow, খুব ভারী একেকটি ড্রাইভ খুলতে যেন এক দিন সময় লেগে যায়। আবার মাউসের উপর যদি আঙ্গুল রেখে ক্লিক করি তাহলে তো মনে হয় এক যুগ সময় লাগতেছে। এই রকম হলে খুব রাগ লাগে। মনে হয় কম্পিউটার/ল্যপটপ ভেং্গে ফেলে দেই, কি ঠিক বলছিনা?
তবে অবশেষে একটি সমাধান এসেছে পেনড্রাইভ/মেমোরি কার্ড কে Ram হিসেবে ইউজ করা। আপনারা চাইলে এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। তবে আপনার কম্পিউটার/ল্যপটপ অবশ্যই উইন্ডোজ সেভেন/এইট (windows7/8) হতে হবে।
প্রথমে ৪ জিবি বা তার বেশী পেনড্রাইভ/মেমোরি কার্ড নিবেন। ১জিবি হলেও চলবে। তবে যতো বেশী জিবি দিবেন ফাঁকা জায়গা ততো বেশী হবে। তারপরে ইউএসবি(usb) পোর্টে
লাগাবেন। তারপরে পেনড্রাইভ/মেমোরি কার্ড ওপেন করবেন। তারপরে Properties এ ক্লিক করবেন। এরপর ছোট একটি পপ আপ উইন্ডো শো করবে, তার মধ্যে রেডিবুষ্ট নামে একটি অপশন আছে। ওখানে ক্লিক করবেন।
তারপরে নতুন একটি পেজ আসবে। খেয়াল করুন ঐ পেজে তিনটি অপশন আসবে।
ক) ডু নট ইউজ দিস ডিভাইস, এটার মানে হল এই ডিভাইস ব্যবহার করবেন না।
খ) এটার মানে হলো, আপনি যদি এটা পছন্দ করেন তাহলে আপনার পেনড্রাইভ/মেমোরি কার্ডের পুরো মেমোরী র্যাম হিসেবে ব্যাবহার করা হবে।
গ) এইটাতে আপনি আপনার ইচ্ছামতো মেমোরী সিলেক্ট করে দিতে পারবেন, কোন সমস্যা নাই।
ক এবং খ যেকোন একটি সিলেক্ট করে এবার apply করে ok
দিয়ে বের হয়ে আসুন।
এবার Computer/laptop এর ড্রাইভগুলো ওপেন করে দেখুন কেমন স্পিড বাড়ছে। আবার হাইস্পীড গেম খেলার সময়ও এই পদ্ধতি ব্যবহার করলে খুব ভাল ফল পাওয়া যায়।
তবে যতক্ষন Computer/laptop ব্যবহার করবেন ততক্ষন পেনড্রাইভ/মেমোরি কার্ড খুলবেন না। আর যে পেনড্রাইভ/মেমোরি কার্ড Ram হিসেবে ব্যবহার করবেন আপাততো সেটিতে আর কিছু স্টোরেজ করতে পারছেন না। যখন প্রয়োজন হব জাস্ট (ক)
ডু নট ইউজ দিস ডিভাইস, এটার মানে হল এই ডিভাইস ব্যবহার করবেন না।) জাস্ট এখানে টিক
দিয়ে save করুন। ব্যাস কাজ শেষ।