আপনার Computer/laptop slow? গতি বাড়ান খুব সহজে !


http://tunerdesk.blogspot.comসবাইকে আমার সালাম জানাইআশাকরি সবাই ভাল আছেনআজ আপনাদের মাঝে খুব কাজের একটি টিউন নিয়ে হাজির হয়েছিমুলতো যাদের Computer/laptop slow, খুব ভারী একেকটি ড্রাইভ খুলতে যেন এক দিন সময় লেগে যায়আবার মাউসের উপর যদি আঙ্গুল রেখে ক্লিক করি তাহলে তো মনে হয় এক যুগ সময় লাগতেছেএই রকম হলে খুব রাগ লাগেমনে হয় কম্পিউটার/ল্যপটপ ভেং্গে ফেলে দেই, কি ঠিক বলছিনা?  

তবে অবশেষে একটি সমাধান এসেছে পেনড্রাইভ/মেমোরি কার্ড কে Ram হিসেবে ইউজ করাআপনারা চাইলে এই পদ্ধতি ব্যবহার করতে পারেনতবে আপনার কম্পিউটার/ল্যপটপ অবশ্যই উইন্ডোজ সেভেন/এইট (windows7/8) হতে হবে
http://tunerdesk.blogspot.com



প্রথমে জিবি বা তার বেশী পেনড্রাইভ/মেমোরি কার্ড নিবেন১জিবি হলেও চলবেতবে যতো বেশী জিবি দিবেন ফাঁকা জায়গা ততো বেশী হবেতারপরে ইউএসবি(usb) পোর্টে লাগাবেনতারপরে পেনড্রাইভ/মেমোরি কার্ড ওপেন করবেনতারপরে Properties ক্লিক করবেনএরপর ছোট একটি পপ আপ উইন্ডো শো করবে, তার মধ্যে রেডিবুষ্ট নামে একটি অপশন আছেওখানে ক্লিক করবেন। 
তারপরে নতুন একটি পেজ আসবেখেয়াল করুন পেজে তিনটি অপশন আসবে


) ডু নট ইউজ দিস ডিভাইস, এটার মানে হল এই ডিভাইস ব্যবহার করবেন না
) এটার মানে হলো, আপনি যদি এটা পছন্দ করেন তাহলে আপনার পেনড্রাইভ/মেমোরি কার্ডের পুরো মেমোরী র্যাম হিসেবে ব্যাবহার করা হবে
) এইটাতে আপনি আপনার ইচ্ছামতো মেমোরী সিলেক্ট করে দিতে পারবেন, কোন সমস্যা নাই
ক এবং খ যেকোন একটি সিলেক্ট করে এবার apply করে ok দিয়ে বের হয়ে আসুন
এবার Computer/laptop এর ড্রাইভগুলো ওপেন করে দেখুন কেমন স্পিড বাড়ছেআবার হাইস্পীড গেম খেলার সময়ও এই পদ্ধতি ব্যবহার করলে খুব ভাল ফল পাওয়া যায়

 তবে যতক্ষন Computer/laptop ব্যবহার করবেন ততক্ষন পেনড্রাইভ/মেমোরি কার্ড খুলবেন নাআর যে পেনড্রাইভ/মেমোরি কার্ড Ram হিসেবে ব্যবহার করবেন আপাততো সেটিতে আর কিছু স্টোরেজ করতে পারছেন নাযখন প্রয়োজন হব জাস্ট (ক) ডু নট ইউজ দিস ডিভাইস, এটার মানে হল এই ডিভাইস ব্যবহার করবেন না।) জাস্ট এখানে টিক দিয়ে save করুন। ব্যাস কাজ শেষ

সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেনপরবর্তি টিউনটি পড়ার জন্য আমন্ত্রন রইলো