গুগল পেজর্যাঙ্ক কি ?

গুগল পেজর্যাঙ্ক এর গুরুত্ব বিস্তারিত আলোচনা করা হলো:


গুগল পেজর্যাঙ্ক কি ?
বিশ্বের জনপ্রিয় ওয়েবসাইটের ভিতর অন্যতম হচ্ছে গুগল। বিশ্বের সার্চ জগতে একচেটিয়া ভাবে আধিপত্য বিস্তার করে চলেছে গুগল সার্চ ইঞ্জিন।তাই ব্লগাররা তাদের নিজের ব্লগ বা ওয়েবসাইটকে জনপ্রিয় করার জন্য প্রথমেই বিশ্বের টপ সার্চ ইঞ্জিনগুলোর দিকে নজর দেয়
গুগল পেজর্যাঙ্ক কি ?

একটি ওয়েব/ব্লগসাইট কতটুকু গুরুত্বপূর্ন সেটি বুঝাতে একটি অতি সাধারন উপায় গুগুল পেজ র্যাঙ্কিং। গুগল পেজরেঙ্ক হচ্ছে গুগলের একটি সেবা যার মাধ্যমে আমাদের এবং অন্য ব্লগ বা ওয়েবসাইটের মান নির্ণয় করতে পারি খুব সহজেই ভাল সাইটগুলো  গুগল সার্চ ইঞ্জিনের শীর্ষে  গুগল পেজরেঙ্ক অবস্থান করে থাকে তাই ব্লগারের ব্লগের জন্য গুগল পেজরেঙ্ক খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেএকটি সাইট যখন অপর একটি সাইটের লিঙ্ক নিজের মধ্যে স্থাপন করে তখন সেটি প্রকৃতপক্ষে অপর সাইটিকে একটি ভোট দিল তাই আপনার সাইটের জন্য যত বেশি ভোট থাকবে তত বেশি সেই সাইটের গুরুত্ব  গুগুলের কাছে বৃদ্ধি পাবে

আবার অন্য সাইটে আপনার সাইট এর লিঙ্ক যদি থাকে, তাদের নিজস্ব প্রাপ্ত ভোটকেও গুরুত্ব দিয়ে থাকে গুগুল তাই অন্য হাই পি আর সাইট যেগুলো আপনার সাইটটিকে লিঙ্ক করেছে বা ভোট দিয়েছে তাদের নিজের প্রাপ্ত ভোট যদি বেশি হয়, তখন গুগুলের দৃষ্টিতে আপনার সাইটের গুরুত্ব ততোই বৃদ্ধি পাবে এবং আপনার পেজ ্যাঙ্ক বাড়বে

উপরের কখাগুলি বুঝার জন্য নিচের চিত্র আমরা দেখি
গুগল পেজর্যাঙ্ক কি ? গুগল পেজর্যাঙ্ক এর গুরুত্ব বিস্তারিত আলোচনা করা হলো


উপরের চিত্র - এর B সাইট আপনার সাইটকে যে ভোট দেবে তার গুরুত্ব চিত্র এর সাইট A এর থেকে কম হবে দেখা যাচ্ছে সাইট B এর যেখানে নিজস্ব প্রাপ্ত ভোট মাএ দুই তখন সাইট  A এর জন্য প্রাপ্ত ভোট চার
 
আরো ভালোভাবে বলছি, আমরা প্রায়ই টিভিতে বিভিন্ন চেনেলে নায়ক,নায়িকা বিভিন্ন লোকজনদের এ্যাওয়ার্ড প্রদানের অনুষ্ঠান দেখে থাকি এর অর্থ কি? এ্যাওয়ার্ড প্রাপ্ত ব্যাক্তিরা অবশ্সোই ভাল কিছু উপহার দিয়েছেন ফলে তারা এ্যাওয়ার্ড পেয়েছেন  ঠিক ব্লগের জন্য বিষয়টিও তেমনি আপনি যদি একটি ভালমানের ব্লগ সাইট তৈরি করতে পারেন তবে অনেকেই আপনার ব্লগের তথ্যের জন্য বিভিন্ন অনেক সাইটে লিঙ্ক প্রদান করবে, যাকে আমরা  ব্যাকলিংক বলে থাকি যখন আপনার সাইটে ভালমানের ওয়েবসাইট থেকে ব্যাকলিংক জমা পড়বে তখন আপনার সাইটটিকে গুগল ভালমানের সাইট হিসেবে পুরস্কার করবে অর্থাৎ আপনার সাইটের র্যাঙ্ক বৃদ্ধি পেতে থাকবে আর যদি আপনার  ব্লগ সাইটটির পেজর্যাঙ্ক কম থাকে তবে গুগল সার্চ ইঞ্জিন থেকে আপনি খুব কম ভিজিটর পাবেনআশাকরি বিষয়টি সুন্দর ভাবে বুঝতে পেরেছেন। এছাড়াও যদি আপনার ব্লগে প্রতিনিয়ত ভালমানের লেখা প্রকাশ হয় তাহলেও আপনিও ভালো পেজর্যাঙ্ক পাবেন।


গুগল পেজর্যাঙ্ক এর গুরুত্ব অনেক বেশি ভাল পেজর্যাঙ্ক প্রাপ্ত একটি ব্লগ গুরুত্বপূর্ণ কিওয়ার্ড বাছাই করে গুগল সার্চ ইঞ্জিনের শীর্ষে অবস্থান করে ফলে সেই সাইটগুলোতে সার্চ ইঞ্জিন প্রচুর ভিজিটর পাঠায় আশা করি এবার বুঝতেই পারছেন যে গুগল পেজর্যাঙ্ক কেন ব্লগের জন্য গুরুত্বপূর্ণ

নিচের লেখাতে ক্লিক করে ব্লগ বা ওয়েবসাইটের পেজর্যাঙ্ক পরিক্ষা করা যাবে: