laptop/pc ইউ এস বি (USB) সহজেই হাইড করে রাখা যায়
আপনার
laptop/pc ইউ এস বি (USB) সহজেই
হাইড করে রাখতে পারেন,
ফলে আপনি যখন থাকবেন
না তখন অন্য কেউ
আপনার laptop/pc তে বসে কোন
মেমোরি কার্ড, পেন ড্রাইভ
ঢুকিয়ে আপনার laptop/pc তে ভাইরাস প্রবেশ
ছাড়াও আপনার প্রয়োজনীয় ডাটা
গুলি চুরি করতে পারবেনা। আর
এই বড় সমস্যা থেকে
মুক্তি পেতে নিম্নে দেখুন। তবে
এর জন্য আপনার কোন
আলাদা সফটওয়্যার এর প্রয়োজন নাই।
এর
জন্য আপনাকে যা যা
করতে হবে তা নিম্নে
দেওয়া হলো:
প্রথমে
আপনার laptop/pc এর My Computer এ যাবেন।
তার পর My Computer এর উপর মাউস
পয়েন্টটার রেখে রাইট বাটন
ক্লিক করবেন এরপর Properties এ
যাবেন। এখান
থেকে Hardware সিলেক্ট করে Device Manager এ যাবেন।
এবার আপনার laptop/pc USB পোর্টে একটা memory card/pendrive ঢুকবেন।
তারপরে দেখতে পাবেন Storege volumes নামের নতুন
একটি অপশন এসেছে।
এখন উপরে ক্লিক করলে
Generic volumes নামে একটি অপশন পাওয়া
যাবে তখন সেটার উপর
মাউসের রাইট বাটন দিয়ে
ক্লিক করে Disable সিলেক্ট করবেন। এখন
দেখন Disable এর জায়গায় Enable লেখা
চলে আসবে এবং আবার
আপনার প্রয়োজন হলে laptop/pc USB পোর্ট চালু করতে
Enable সিলেক্ট করবেন। আশাকরি
সবাই বুঝতে পেরেছেন।