আসসালামুয়ালাইকুম সবায় কেমন আছেন? আশা করি ভাল আছেন । আজকে আপনাদের সাথে share করতে চলেছি সোস্যাল বুকমার্ক এর কিছু সুবিধা । তো চলুন আর কথা না বলে সরাসরি টিউন টি তে চলে যাই ।
সবাই চায় তাদের ওয়েব সাইট অনেক বেশি ভিসিট হয় । কিন্তু সবাই যানে না আসলে কী করলে ভিসিটর পাওয়া যায় । আর যদি প্রশ্ন করা হয় কী করলে ভিসিটর পাওয়া যায় ?? তাহলে সোস্যাল বুকমার্ক এর কথা টি চলে আসে । সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মধ্যে সোস্যাল বুকমার্ক খুবই শক্তিশালী ব্যাকলিংক ।
এক নজরে সোস্যাল বুকমার্ক এর সুবিধা সমূহ :
সোস্যাল বুকমার্ক এর মাধ্যমে আপনি আপনার ওয়েব সাইট অনলাইনে শেয়ার করতে পারেন ।
সোস্যাল বুকমার্ক এর মাধ্যমে আপনি আপনার ওয়েব সাইটে অনেক ভিসিটর আনতে পারেন ।
সোস্যাল বুকমার্ক এর মাধ্যমে আপনি খুব সহযে লিঙ্ক বিল্ডিং করতে পারেন ।
সোস্যাল বুকমার্ক এর মাধ্যমে আপনি লিঙ্ক বিল্ডিং করে আপনার পণ্য বা সেবা এর কথা সবাই কে জানাতে পারেন ।
সোস্যাল বুকমার্ক এর মাধ্যমে আপনি আপনার ওয়েব সাইটের প্রচারনা খুব কম খরচে করতে পারেন ।
সোস্যাল বুকমার্ক এর অনেক চাকরি রয়েছে অনলাইন মার্কেট এ ।
সোস্যাল বুকমার্ক এর মাধ্যমে আপনি আপনার ওয়েব সাইটের রেঙ্ক খুব তারাতারি ভাল অবস্থানে নিয়ে যেতে পারবেন ।